By: Muhammad Farid Hasan
রবীন্দ্রনাথ হাজার বছরের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি। তাঁর হাত ধরে বাংলা সাহিত্য-সংস্কৃতি সমৃদ্ধ ও প্রসারিত হয়েছে। বৈশ্বিকভাবে তিনি আমাদের জন্যে বয়ে এনেছেন গৌরব ও সম্মান। তাঁর জীবন ও কর্মের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন চাঁদপুরের মানুষেরা। তিনি মাত্র একবার চাঁদপুরে এলেও তাঁর স্নেহে-সান্নিধ্যে-কর্মে এ ভূমির মানুষ ওতপ্রোতভাবে দীর্ঘসময় যুক্ত ছিলেন।
বিশেষত শ্রীনিকেতনের রূপকার কালীমোহন ঘোষ, রবীন্দ্রসংগীত বিশেষজ্ঞ শান্তিদেব ঘোষ, শান্তিনিকেতনের শিল্পবিভাগের প্রথম নারী অধ্যাপক চিত্রনিভা চৌধুরী, দেশ সম্পাদক সাগরময় ঘোষ, আল্পনাশিল্পী সুকুমারী দেবী, সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন—এঁরা প্রত্যেকেই চাঁদপুরের সন্তান। তাঁদের সঙ্গে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠতা উল্লেখ করার মতো। এঁদের কেউ রবীন্দ্রনাথের একনিষ্ঠ সহকর্মী, কেউ তাঁর সরাসরি ছাত্র, কেউ নিখাদ অনুরাগী। কবি চাঁদপুরে আয়োজিত তাঁর ৭৩তম জন্মোৎসবে আশীর্বাদবাণী হিসেবে একটি কবিতাও পাঠিয়েছিলেন। রবীন্দ্রনাথ ও পূর্ববঙ্গ বিষয়ে উল্লেখযোগ্য গবেষণা হলেও অজ্ঞাত কারণে চাঁদপুরের মানুষের সঙ্গে কবির সম্পর্ক-সংযোগের বিষয়টি দীর্ঘকাল অনালোকিত রয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করার উদ্দেশ্য নিয়ে রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা গ্রন্থ প্রকাশের প্রয়াস।
এ গ্রন্থে রবীন্দ্রনাথের সরাসরি সান্নিধ্যপ্রাপ্ত চাঁদপুরের মানুষদের কথা, স্মৃতিভাষ্য ও পত্রালাপ তুলে ধরা হয়েছে। একই সাথে কবির চাঁদপুরে আগমন, চাঁদপুরে আসার পথে কবির লেখা গান, ৭৩তম জন্মোৎসবে চাঁদপুরে প্রেরিত কবিতা, বিবৃতি ও উল্লেখযোগ্য ঘটনা বর্ণিত হয়েছে। যুক্ত করা হয়েছে চাঁদপুর-সংশ্লিষ্ট দুর্লভ কয়েকটি ছবি।
No reviews yet.