Illness or Emptiness

Muhammad Farid HasanA sudden illness on the porch of sorrowThe afternoon gleams with lightGentle river, tranquil water-lifeMountains in the distance, nature awakens.The seagull of poetry flies awayEve... See More

Project Image
Project Image

রাজা

একটি খেয়ালি রাজ্যবহুবিধ প্রজা, কাঁটা, নদ-নদীপাতার গয়না পরেযুদ্ধ সাজায়।একটি অমূল্য দোকানকলাপাতার ছাউনিকিছু মিষ্টান্ন, আঙুলে গোনা লাভ-ক্ষতিএক টাকার জীবন।একটি স্মৃতিবাহী রান্নাঘরআগুন নেই, পবিত্র অভিনয়-সি... See More

নিশাচর

রাইত হইলে সবাই বাইত যায় নাকেউ কেউ জাইগা ওঠেআঙমোড়া ভাইঙা হাসে আসমানের চানদিঘিতে ঝলমল করে রূপলুকাইয়া চোখ রাখে নিশাচর...এত ভয় ক্যান পাও মাইয়াআমার তো দিন নাই রাইত নাইতোমারে বন্দনা করিআহার-নিদ্রায় নাম জপিজ... See More

Project Image
Project Image

নিবেদন

প্রবল ঝড়ে চোখ রেখেগোলাপই যেন ফোটে প্রাচীন ঠোঁটেকাঁটার মুকুট কে চায়?মন-বাগান ভরা উজ্জ্বল কবিতায়।সূর্যাস্তের রঙ-মাখা নিদাগ শরীরপাখিদের জমা রাখা অন্তহীন গানসুগন্ধি-হাটে যে মানুষ চিরকাল ঋণীতার কাছেই যেন... See More

মৃত্যুপথ

চোখের ভেতর হারিয়ে যাওয়া উজ্জয়নী গ্রামবহুকাল এখানে ধান-পাট, হাসিমুখ ফলতোপ্রতিটি কৃষাণীর ছিল অবিনাশী উজ্জ্বল চোখএখন যান্ত্রিকতা চাষ করে মাটির কৃষকসবুজ-শ্যামল অনন্ত দুঃখেরাডেকে আনে বিষণ্ন পৌষ, ছিন্ন মস্ত... See More

Project Image
Project Image

দুঃখধারী

নিয়তির বৃষ্টি ধুয়ে দেয় লাল কপালচোখ-বারান্দায় ভিড় করে আনাড়ি শ্রাবণবানের জল এসে গেছে নিরন্ন ঘরেলুকোচুরি জাল-মাছ ও মানুষে।কুসুমবনে সকরুণ বৃষ্টি হলেডুবে যায় চাঁদ-কলঙ্কবিপদসীমায় ভাসে খরস্রোতা মনচিকচিক করে... See More

পুনর্জন্ম

অনন্ত দুঃখনিদ্রায় কবির মুখ।বাঁশি আজও বাজেবিষভরা-মানুষ সর্বত্রধংশনে নিথর সহস্র ফুল।মানুষ আর হলাম কই?ইউক্রেন থেকে ফিলিস্তিনফোরাত থেকে নীলনদরক্তস্রোত, নির্দয় মুর্ছনা।চারদিকে কোনো কবি নেই-কেবল অলীক স্বপ্ন... See More

Project Image
Project Image

ক্রীতদাস

চারদিকে যন্ত্র-নগরসারি-সারি অভেদ্য দালানভেতরে মানুষ বিক্রির হাটকেউ ঊর্ধ্বতন, কেউ কেরানি, ব্রোকারশিল্পীরাও বিক্রি হচ্ছে ছবিসমেতপথজুড়ে ভিড়, সাইরেন, পদশব্দÑমানুষ আজকাল মাছ কিংবা সবজিনিয়ম করে বাজারে ওঠেক্... See More

কর্পোরেট মানুষ

হৃদয় হারিয়ে গেছে নগর-জঞ্জালেঝরছে আলোকবর্ষী চাঁদ কর্পোরেট নিয়মে বিক্রি হচ্ছে জ্যোৎস্নাঅথচ সব ক্রেতা অমাবস্যা ভালোবাসে...ক্রমশ হলুদ হচ্ছে মায়াবি আকাশফুল থেকে মুছে যাচ্ছে রংস্বপ্ন আসে- ভেতরে বিজ্ঞা... See More

Project Image
Project Image

আঁতুড়ঘর

দূরযাত্রার চোখ নিয়ে এ কোন পথে বিজলিবাতিআলপথে কুয়াশা, যুগ-যুগের শীত-শ্রান্তি পায়েঅনেকদূর যাবো রোদ-দেখো, হৃদয়ভর্তি জোড়াতালিপ্রস্তর মানুষ খোঁজে অনন্ত নিরাময়নেমে আসে রাত আরব্য রজনীরআকাশভর্তি কাগুজে বিমান... See More

গালিবের চোখ

গালিব- সদয় চোখ প্রশান্তি পাবে না।ছেড়ে দাও বসন্ত সুগন্ধি, প্রেমিকার স্রোতস্বিনী হাতকূল ভেঙে দূরত্ব দিয়ে যাবেআয়নাভর্তি মুখ, প্রত্ন-হৃদয়গালিব- অশ্রুজলে প্লাবন ওঠে না।জলের প্রেম আগুন-সংহারী মৃত... See More

Project Image
Project Image

ইতিহাস

তানপুরার সংবেদন পাথর ভাঙেগোলপাতার বাড়ি- হাওয়া নড়বড়হিংস্র চোখ শিকার খোঁজে বন ছেড়ে লোকালয়সমাধি থেকে স্মৃতি-নৃত্যদূরত্ব মোছে নিয়তি, চর্যার হরিণ।জেব্রার সংসার কুমির চেনে নামাংসই তার আনন্দ-গানবাতাস আ... See More

অন্ধ বাউল

নিরুত্তাপ সূর্য গেঁথে রাখে শীত জেগে ওঠে সদ্যোজাত বিষণ্ন পৃথিবীকাঁচাসড়কের ধারে পোড়ামাটি-মন রেখেস্মৃতির সাইকেলে বাড়ি ফেরেঅচেনা এক অন্ধ বাউল-মুখ।অথচ সেই বাড়িটিও নেইপথ ভুলে ডুবে গেছে দখিন-জানালাস্রোত... See More

Project Image
Project Image

অসুখ অথবা শূন্যতা

দুঃখ-বারান্দায় হঠাৎ অসুখআলো ঝলমল বিকেলস্নিগ্ধ নদী, শান্ত জল-জীবনদূরে পাহাড়, নিসর্গ জেগে থাকে।কবিতার গাঙচিল উড়ে যায়সান্ধ্য-চায়ে গল্পের মিছিলনাম ধরে ডাকে চাঁদমন নিয়ে যায় জ্যোৎস্না-মেয়েফালগুনী রাত বাড়ে।ব... See More

অজ্ঞাত

নিরন্ন মুখে করুণ শোকসভাছুরি-চকচক ঠোঁটে নিহত হচ্ছে চাঁদআজকাল অরণ্যে বিলুপ্ত মানুষজনপদ ঘিরে নগ্ন-নখর, বিক্ষত।বিগত শয্যায় ছিল দোধারী ছুরিএকটি গোলাপ বাগান কিনেচাষ করেছি ঘৃণ্য বিষাদচোখে অনাহারি কাজলরেখানি... See More

Project Image
Project Image

খুনি

‘অ’ শব্দটিকে চিরকাল অপয়া মনে হয়। অসুখ, অনাদর, অবহেলা-এমন আরও কত অভিশাপ অস্বচ্ছ অন্ধকারে ভেসে বেড়ায়। রক্তে-নিউরনে ‘অ’ শব্দটি বারবার ডেকে আনে অযাচিত অশান্তি। সকাল-সন্ধ্যা-ভালোবাসা অসহ্য মনে হয়। বাড়ি ফির... See More

হারানো ছুরির নিচে

একটি ছুরির প্রেম রক্ত ভালোবাসে।দো-ধারী ছুরি।নরোম হাত ঠোঁট কাটেকথা চুমুর সুর কাটেপ্রতিদিনই মৃত্যু, অদ্ভুত পুনর্জীবনযার বিক্ষত শরীর- রক্তিম চোখসে-ই অনন্ত প্রেমিক, ছুরি ভালোবাসে। See More

Project Image
Project Image

প্রজাপতির গান

চিতার ছাইভস্মে একটি মৃত ডানা অন্যটি এস্রাজ-সুরে স্নানরতআহা বর্ণিল রঙধুয়ে নাও পাপিষ্ঠ চোখ-মুখচেনা পথ আমি ছাড়া কে হারায়?স্বর্গ-মর্ত্য, যুদ্ধের ভেতরউড়ে যাওয়াই বৃথা, চিরকাল...মরুসৈনিক কি শোনে প্রজাপত... See More

দহন

রোদনগরে পুড়ছে চোখবাড়ি জানা নেইতৃষ্ণারক্তের ভেতর নদীনা-ফেরা দুপুরচায়ের অসম গল্পপুড়ছে কবিতারা।তুমি যাচ্ছো কোথায়?চোখের ওপর বসোজল টলমল দিঘিসমুদ্র সাঁতারলবণাক্ত গান থেমে যাবেছায়াহরিণী শহর।যাচ্ছো? যাও দ্বিধ... See More

Project Image
Project Image

আচ্ছন্নতার ভেতর কবিতা বাসা বাঁধে : মুহাম্মদ ফরিদ হাসান

সাহিত্য বিভাগের আয়োজনে নির্ধারিত প্রশ্নে সাক্ষাৎকার দিয়েছেন কবি মুহাম্মদ ফরিদ হাসান। জন্ম ১৯৯২ সালে, চাঁদপুরে। উল্লেখযোগ্য গ্রন্থ: ‘মিথ্যুক আবশ্যক’ (কাব্যগ্রন্থ), ‘অন্য শহরের গল্প’ (গল্পগ্রন্থ), ‘সাহি... See More

অরণ্য রোদন

পাথরমনে পাহাড়ি বৃষ্টিমাটি ধসে,পিচ্ছিল বনপথতোমার স্মৃতি নির্জন কান্নাঘর।কথা না রাখা রাজনীতিবিদকাঁপা হাতের লোভাতুর সার্জনজমা রাখে স্বপ্নিল জ্যোৎস্নাতোমার হাত পাখিদের ডানা,উড়ছো!পাথরকে কঠিন ভাবা মানুষের... See More

Project Image
Project Image

নবজন্ম

ফিরে যাবো হাজার বছরপ্রাগৈতিহাসিক গুহা-জীবনপাথর ঘষে নেবো সংহারী আগুনকাঁচা মাংসের অ-নোনা স্বাদতাঁতিয়ে নেবে শরীর, শিকারী-মনআলোর উষ্ণতা চোখে রেখেহেঁটে যাবো বনভূমি থেকে মরুদ্যানসাইপ্রাস থেকে উজ্জয়িনীএকহারা... See More

রক্তাশ্রু ঋষি

মুহাম্মদ ফরিদ হাসানজীবন ছিল হাজার টাকার কচকচে নোটশৈশব থেকে নিরূপায় ভাঙছিগায়ের হাট থেকে শুরু করে মালতিবনলাটিম, টেপা পুতুল, পাঠশালা, স্বপ্নসবকিছুতেই খুচরা করছি দেহ, অস্তিত্বপৃথিবী নামক সুপারশপে আছিঅফিস-... See More

Project Image