লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসানের সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘স্মৃতিতে রবীন্দ্রনাথ’। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স লি.। বইটি সম্পর্কে মুহাম্মদ ফরিদ হাসান বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা বহু স্মৃতিগ্রন্থ থাকলেও অধিকাংশ গ্রন্থই একরৈখিক ও খ-িত। কবির প্রস্থানের প্রায় ৮০ বছরে তাঁর স্মৃতিকথা নিয়ে বাংলাদেশে সামগ্রিক কোন কাজ হয়নি। নানা মানুষের স্মৃতিতে বিচিত্র রবীন্দ্রনাথকে পাঠকের কাছে উপস্থাপনের লক্ষ্যেই ‘স্মৃতিতে রবীন্দ্রনাথ’ গ্রন্থটি প্রকাশের প্রয়াস। জানামতে, এটি বাংলাদেশে রবীন্দ্রনাথকে নিয়ে ব্যাপৃত পরিসরে স্মৃতিবিষয়ক প্রথম সম্পাদনা গ্রন্থ। তিনি আরও বলেন, ‘স্মৃতিতে রবীন্দ্রনাথ’ গ্রন্থটি নির্বাচিত ব্যক্তিদের উল্লেখযোগ্য স্মৃতি ও ঘটনা ধারণ করে আছে। তাঁদের স্মৃতিচারণায় ব্যক্তি রবীন্দ্রনাথকে নতুনভাবে জানা যাবে। বিশেষত, রবীন্দ্রনাথের পৌরোহিত্য, শিক্ষকতা, অভিনয়, নামকরণ প্রবণতা, উদারতা, হাস্যরস, বিদেশীদের স্মৃতিতে রবীন্দ্রনাথ, তাঁর জন্মোৎসব কিংবা প্রয়াণ দিবসের ভারাতুর স্মৃতি পাঠককে বিমোহিত ও আপ্লুত যে করবে, তা নিঃসঙ্কোচে বলা যায়। ‘স্মৃতিতে রবীন্দ্রনাথ’ বইটির প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। এতে ২৮টি স্মৃতিকথা স্থান পেয়েছে। ২৩২ পৃষ্ঠার মূল্য ৪৬০ টাকা।