আঁতুড়ঘর
দূরযাত্রার চোখ নিয়ে এ কোন পথে বিজলিবাতি
আলপথে কুয়াশা, যুগ-যুগের শীত-শ্রান্তি পায়ে
অনেকদূর যাবো রোদ-দেখো, হৃদয়ভর্তি জোড়াতালি
প্রস্তর মানুষ খোঁজে অনন্ত নিরাময়
নেমে আসে রাত আরব্য রজনীর
আকাশভর্তি কাগুজে বিমান, আলাদিনের গালিচা
আমি পথচলতি মানুষ-গিঁটে বাঁধা খুচরো পয়সা
যাবার কথা উজ্জয়নী থেকে সাইপ্রাস
বেহুলা থেকে কালকেতু-ফুল্লরার সংসার
পাথর-বরফ মিথ ভেঙে বিগলিত অবয়ব
এত শেকল, নরকের নন্দন পথজুড়ে
সূর্য ডোবে
আলো কেড়ে নেয় বিষণ্ন আঁতুড়ঘর।