Story Image

দহন


রোদনগরে পুড়ছে চোখ
বাড়ি জানা নেই
তৃষ্ণা
রক্তের ভেতর নদী
না-ফেরা দুপুর
চায়ের অসম গল্প
পুড়ছে কবিতারা।

তুমি যাচ্ছো কোথায়?
চোখের ওপর বসো
জল টলমল দিঘি
সমুদ্র সাঁতার
লবণাক্ত গান থেমে যাবে
ছায়াহরিণী শহর।

যাচ্ছো? যাও দ্বিধাহীন
জাদুঘরে রেখে যাও বাঁকা টিপ
পায়ের ছাপ 
ক্যানভাসে রোদনগর
পুড়ছে...
স্মৃতিরা ডেকে আনো
ফায়ার সার্ভিস
খাঁটি হচ্ছি পুড়ে, অনিঃশেষ দহনে।