Story Image

দুঃখধারী


নিয়তির বৃষ্টি ধুয়ে দেয় লাল কপাল
চোখ-বারান্দায় ভিড় করে আনাড়ি শ্রাবণ
বানের জল এসে গেছে নিরন্ন ঘরে
লুকোচুরি জাল-মাছ ও মানুষে।

কুসুমবনে সকরুণ বৃষ্টি হলে
ডুবে যায় চাঁদ-কলঙ্ক
বিপদসীমায় ভাসে খরস্রোতা মন
চিকচিক করে রংধনু, দুঃখধারী...