Story Image

গালিবের চোখ

গালিব- সদয় চোখ প্রশান্তি পাবে না।

ছেড়ে দাও বসন্ত সুগন্ধি, 
প্রেমিকার স্রোতস্বিনী হাত
কূল ভেঙে দূরত্ব দিয়ে যাবে
আয়নাভর্তি মুখ, প্রত্ন-হৃদয়

গালিব- অশ্রুজলে প্লাবন ওঠে না।
জলের প্রেম আগুন-সংহারী 
মৃত মানুষও একদিন হারায় 
স্মৃতি-শহর, শূন্য মঞ্চে ধুলোবালি
বেহুলা দিয়ে গেছে একান্ন জীবন।

গালিব- না চাইলেও বুকে সূর্য ওঠে
পরাবাস্তব আঁধার আনে হরিণ-জীবন
ক্রমশ রোদ, দূরযাত্রার হুইসল বাজে
যুদ্ধ নেই, জং-ধরা প্রাগৈতিহাসিক তীর

গালিব- অনন্তে চলো
ছুটে যায় মহাকাল, বিনিদ্র ট্রেন।