ইতিহাস
তানপুরার সংবেদন পাথর ভাঙে
গোলপাতার বাড়ি- হাওয়া নড়বড়
হিংস্র চোখ শিকার খোঁজে
বন ছেড়ে লোকালয়
সমাধি থেকে স্মৃতি-নৃত্য
দূরত্ব মোছে নিয়তি, চর্যার হরিণ।
জেব্রার সংসার কুমির চেনে না
মাংসই তার আনন্দ-গান
বাতাস আনে আর্তনাদ, রোমাঞ্চ শিহরণ
যে বাঘ দিনভর শিকার খোঁজে
নির্দয় চোখ নখর রক্তবৃষ্টি
তাকেও বিদ্ধ করে আততায়ী তীর
চামড়া- ভয়- উন্নাসিক অন্ধকারে।
প্রতিটি জগৎ-মুদ্রায় দ্রোপদী নাচে
জীবন- শিকার ও সংবেদ গাঁথা
খুচরা পয়সার অনাদর- তুচ্ছ ইতিহাস।