Story Image

ক্রীতদাস


চারদিকে যন্ত্র-নগর
সারি-সারি অভেদ্য দালান
ভেতরে মানুষ বিক্রির হাট
কেউ ঊর্ধ্বতন, কেউ কেরানি, ব্রোকার
শিল্পীরাও বিক্রি হচ্ছে ছবিসমেত
পথজুড়ে ভিড়, সাইরেন, পদশব্দÑ

মানুষ আজকাল মাছ কিংবা সবজি
নিয়ম করে বাজারে ওঠে
ক্রেতারাও আধুনিক ক্রীতদাস
প্রমিত হাঁক-ডাক, দর কষাকষি
নামমাত্র দামে বিকোয় সময়
আরামপ্রিয় দিন, শ্রাবণ-বৃষ্টি-সন্ধ্যা।

মানুষ জানে না
অমূল্য জীবন কেটে যায় বন্দিশালায়।