Story Image

কর্পোরেট মানুষ


হৃদয় হারিয়ে গেছে নগর-জঞ্জালে
ঝরছে আলোকবর্ষী চাঁদ 
কর্পোরেট নিয়মে বিক্রি হচ্ছে জ্যোৎস্না
অথচ সব ক্রেতা অমাবস্যা ভালোবাসে...

ক্রমশ হলুদ হচ্ছে মায়াবি আকাশ
ফুল থেকে মুছে যাচ্ছে রং
স্বপ্ন আসে- ভেতরে বিজ্ঞাপন-সাঁটা
অদ্ভুত নিরন্ন চোখ, অনাহারি ভাষা!

চতুর্দিকে তাকাই- শত-সহস্র নিরক্ষর মানুষ
হৃদয় পড়তে জানে না
অকপটে বলে না- ভালোবাসি ভালোবাসি

বৃত্তের অতলে হারিয়ে যাচ্ছি
তখনও চোখজুড়ে মোনের সূর্যোদয়
আলো, সোনালি আলো, অম্লান জীবন...