Story Image

মৃত্যুপথ


চোখের ভেতর হারিয়ে যাওয়া উজ্জয়নী গ্রাম
বহুকাল এখানে ধান-পাট, হাসিমুখ ফলতো
প্রতিটি কৃষাণীর ছিল অবিনাশী উজ্জ্বল চোখ

এখন যান্ত্রিকতা চাষ করে মাটির কৃষক
সবুজ-শ্যামল অনন্ত দুঃখেরা
ডেকে আনে বিষণ্ন পৌষ, ছিন্ন মস্তক
কখন কোন অমাবস্যা-ঝড়ে
সুপারির বনে ভেঙে গেছে পাখিটির সংসার!

আজকাল পাখিই মানুষ, মানুষরা ক্রমাগত দানব
লাঙল নেই, ঘামে ভেজা হেমন্ত বাতাস 
আয়নাভর্তি প্রতারক-চাঁদ সওদাগর জানে
প্রতিটি ফড়িং, মাছরাঙা, দুর্বা জানে
মানুষ ক্রমশ নীল, সর্বাংশে ছায়া, এ পথ মৃত্যুময়।