Story Image

নিবেদন


প্রবল ঝড়ে চোখ রেখে
গোলাপই যেন ফোটে প্রাচীন ঠোঁটে
কাঁটার মুকুট কে চায়?
মন-বাগান ভরা উজ্জ্বল কবিতায়।

সূর্যাস্তের রঙ-মাখা নিদাগ শরীর
পাখিদের জমা রাখা অন্তহীন গান
সুগন্ধি-হাটে যে মানুষ চিরকাল ঋণী
তার কাছেই যেন পরাজিত হই, অক্ষরে অক্ষরে।

বাংলার অবিরাম রোদ-বৃষ্টি-জলে
দেহে যেন লেগে থাকে নরম মাটি
যেন তেভাগার কৃষক এলে নতমুখ দাঁড়াই
ধানিগন্ধ ডেকে আনে হাজার বছর!

প্রতিটি কুরুক্ষেত্র আর বনবাস শেষে
নিজের কাছেই ফিরি হাসিমুখ
ভালোবাসি- প্রতিটি দহন, ক্লান্তি- ভালোবাসি!