নিশাচর
রাইত হইলে সবাই বাইত যায় না
কেউ কেউ জাইগা ওঠে
আঙমোড়া ভাইঙা হাসে আসমানের চান
দিঘিতে ঝলমল করে রূপ
লুকাইয়া চোখ রাখে নিশাচর...
এত ভয় ক্যান পাও মাইয়া
আমার তো দিন নাই রাইত নাই
তোমারে বন্দনা করি
আহার-নিদ্রায় নাম জপি
জানো না?
শোনো মাইয়া, মন খুইলা কই
তুমি আমার বসতবাড়ি
বারবার তোমার কাছেই যাইতে চাই।