Story Image

অজ্ঞাত

নিরন্ন মুখে করুণ শোকসভা
ছুরি-চকচক ঠোঁটে নিহত হচ্ছে চাঁদ
আজকাল অরণ্যে বিলুপ্ত মানুষ
জনপদ ঘিরে নগ্ন-নখর, বিক্ষত।

বিগত শয্যায় ছিল দোধারী ছুরি
একটি গোলাপ বাগান কিনে
চাষ করেছি ঘৃণ্য বিষাদ
চোখে অনাহারি কাজলরেখা
নিঃশ্বাসে আদিম সুগন্ধি, কেউ জানে?

তোমার দেহজুড়ে নৃশংস খুনের জলসা
নিজস্ব শোকসভায় আমিই সভাপতি
কেউ জানে?