Story Image

অরণ্য রোদন

পাথরমনে পাহাড়ি বৃষ্টি
মাটি ধসে,
পিচ্ছিল বনপথ
তোমার স্মৃতি নির্জন কান্নাঘর।

কথা না রাখা রাজনীতিবিদ
কাঁপা হাতের লোভাতুর সার্জন
জমা রাখে স্বপ্নিল জ্যোৎস্না
তোমার হাত পাখিদের ডানা,
উড়ছো!


পাথরকে কঠিন ভাবা মানুষের দঙ্গল
হীরেও ভাঙে
সহজ চমকায়
'মানুষ' ভাঙতে পারে না!

তুমি চার দেয়ালের সন্তান
নিয়ন আলো ভালোবেসে
নিভিয়ে দাও প্রাগৈতিহাসিক চাঁদ
অরণ্যচারী মাটি তোমার জুতোর ধূলো।
অযত্ন, অ-দেখা!

* সুভাষ সরকার সম্পাদিত "কবিতা ও গল্প বারোমাস" পত্রিকার আষাঢ়-আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ সংখ্যায় প্রকাশিত।