Story Image

পুনর্জন্ম


অনন্ত দুঃখনিদ্রায় কবির মুখ।

বাঁশি আজও বাজে
বিষভরা-মানুষ সর্বত্র
ধংশনে নিথর সহস্র ফুল।

মানুষ আর হলাম কই?
ইউক্রেন থেকে ফিলিস্তিন
ফোরাত থেকে নীলনদ
রক্তস্রোত, নির্দয় মুর্ছনা।

চারদিকে কোনো কবি নেই-
কেবল অলীক স্বপ্নের গান
প্রতিটি শব্দ এক ব্যর্থ তীর
চির অবনত শির, চির ম্লান
আয়নায় শ্বাপদের প্রতিধ্বনি!

অনন্ত দুঃখের কবি
এই নিদাগ দিনে এসো
এসো প্রলয়-শিখা মারণাস্ত্র হয়ে
অবিরাম ধ্বংস করো-নৃশংস প্রতিটি মুখ।