রাজা
একটি খেয়ালি রাজ্য
বহুবিধ প্রজা, কাঁটা, নদ-নদী
পাতার গয়না পরে
যুদ্ধ সাজায়।
একটি অমূল্য দোকান
কলাপাতার ছাউনি
কিছু মিষ্টান্ন, আঙুলে গোনা লাভ-ক্ষতি
এক টাকার জীবন।
একটি স্মৃতিবাহী রান্নাঘর
আগুন নেই, পবিত্র অভিনয়-
সিদ্ধ হচ্ছে চাল, ধোয়াওঠা শিরনি
অদেখা গৃহিণীর উজ্জ্বল মুখ।
সময়-চিরচেনা সঙ্গোপন ঝড়
লণ্ডভণ্ড শৈশব, সোনালি রাজত্ব
দেহটি আকারে বাড়ে
মানুষ অজান্তেই মরে যায়।